অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫টি VPN বিনামূল্যে
অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫টি ভিপিএন বিনামূল্যে আপনি কি জানেন। আমরা অনেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হলে এর কিছু নিরাপত্তা দরকার। কিভাবে এর নিরাপত্তা দেয়া যায়? আজকের আর্টিকেলে আমরা অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তার নিয়ে বিস্তারিত আলচনা করব।
আপনার ডিভাইস এবং অ্যান্ড্রয়েড এর সাথে ভিপিএন কানেক্ট করে সুরক্ষিত করা ও নিরাপত্তা দেয়া সম্ভব। তা হলে চলুন অ্যান্ড্রয়েডের জন্য সেরা বিনামূল্যে ও নিরাপদ ৫টি ভিপিএন সম্পর্কে আলোচনা করি।
পোস্টসূচীঃ নিরাপদ ৫টি ভিপিএন সম্পর্কে জানুন
- অ্যান্ড্রয়েডের জন্য সেরা ভিপিএন হচ্ছে সুপার ভিপিএন
- প্রিভাডো ভিপিএন হচ্ছে সেরা ও নিরাপদ ভিপিএন
- হটস্পট শিল্ড ভিপিএন হচ্ছে আর একটি নিরাপদ ভিপিএন
- নিরাপত্তার দিক দিয়ে রেডমিন ভি পি এন ই সেরা
- অ্যাটলাস ভি পি এনই হচ্ছে ফ্রি সার্ভিসের মধ্যে অন্যতম
- কীভাবে ভিপিএন আপনাকে সাহায্য করতে পারে
- কী কী কাজে ভিপিএন ব্যবহার করা হয়
- নিজের তথ্য নিরাপদ রাখতে
- নিজের প্রকৃত লোকেশন গোপন করতে
- লেখকের শেষকথা
অ্যান্ড্রয়েডের জন্য সেরা ভিপিএন হচ্ছে সুপার ভিপিএন
অ্যান্ড্রয়েডের জন্য বিনামুল্যে ও নিরাপদ ভিপিএন হচ্ছে সুপার ভিপিএন। এটা ব্যবহার করা সহজ ও দ্রুত সুরক্ষিত পরিষেবা। সার্ভারের সাথে সংযোগ করতে এক ক্লিকেই যথেস্ট। সুপার ভিপিএন সম্পুর্ন ফ্রি ও সীমাহীন ব্যান্ডউইথ সমৃদ্ধ। সুপার ভিপিএন বিনামুল্যে বিশ্বজুড়ে দ্রুত সার্ভার। সুপার ভিপিএন সীমাবদ্ধতা ছাড়াই সম্পুর্ন বিনামুল্যের ভিপিএন পরিষেবা।
আরো পড়ুনঃ ওজন বাড়াতে সকালের খাবা্রের তালিকা
আপনার গোপনীয়তা রক্ষা করুন, তৃতীয় পক্ষের ট্রাকিং থেকে আপনাকে সুরক্ষিত রাখুন।সুপার ভিপিএন এর জনপ্রিয়তা এতটাই বেশি যে, বর্তমানে ইনিস্টলের সংখ্যা ১০০ মিলিয়ন কে অতিক্রম করছে।
সুপার ভিপিএন চালু করার নিয়মঃঅ্যান্ড্রয়েডে সুপার ভিপিএন চালু করার নিয়ম হচ্ছে-প্রথমে আমরা প্লেস্ট্রোরে আসি, প্লেস্ট্র থেকে সার্সবারে আসি,সার্সবারে ভিপিএন কথাটি লিখি এবং সার্স দেই। চলে আসবে সুপার ভিপিএন। এখন ইনস্টল করি,ওপেন করি। ওপেন করার পর Allaw-Dont allaw দুটি অপশন আসবে, এখন এটাকে allaw করি।
এখন কতেকগুলো apps এর বিজ্ঞাপণ আসবে,এগুলো close করি। এর পর Auto select ও connect দুটি অপশন আসবে। এখন auto select করি। এখন কতকগুলো country-র নাম আসবে,এর যে কোন একটা country কে select করি। এর পর connecting এ ক্লিক করি। এখন connocting হচ্ছে, যতক্ষন পর্যন্ত connected না দেখাবে,ততক্ষন পর্যন্ত অপেক্ষা করি।
Connected হয়ে গেলে Connoction Report নামে একটা সিম্বল দেখা যাবে, তখন বুঝা যাবে ভিপিএন connoct হয়ে গেছে। এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি সম্পুর্ন রুপে নিরাপদ এবং দ্রুত গতিসম্পুর্ন।
প্রিভাডো ভিপিএন হচ্ছে সেরা ও নিরাপদ ভিপিএন
অ্যাান্ড্রয়েডের জন্য সবচেয়ে নিরাপদ ভিপিএন এর মধ্যে প্রিভাডো ভিপিএন ই সেরা। ব্যবসা- বানিজ্য ও প্রাইভেট নেটওয়ার্কগুলোকে ফ্রি ও নিরাপদে সংযুক্ত করার জন্য প্রিভাডো ভিপিএন এর বিকল্প নাই। প্রিয় পাঠক, আপনি যদি ভিপিএন ব্যবহার করতে ইচ্ছা করেন,তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে প্রিভাডো ভিপিএন এর কথায় বলবো।
কেননা ,প্রিভাডো ভিপিএন সম্পুর্ন নিরাপদ ও দ্রুত গতি সম্পুর্ন। আনলিমিটেড স্পিড এর জন্য প্রিভাডো ভিপিএন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ভিপিএন গুলো নিরাপত্তার জন্য খুবই ভাল হলেও, বেশির ভাগ ভিপিএন মনের মতো স্পিড পাওয়া যায় না। আর ফ্রি হলে তো কথায় নাই। সে কারনে প্রিভাডো সহজেই যেকারও মন জয় করে নিতে পারবে।
আরো পড়ুনঃ কম্পিউটারের হার্ডওয়ার সম্পর্কে জানুন
প্রিভাডো ভিপিএন ফ্রি এবং প্রিমিয়াম উভয় ভার্সনেই নিরাপত্তা ও স্পিডের নিশ্চয়তার সমান। যে সব সাইট সহজে চোখে পড়ে সেগুলো কতটা ভালো ও নিরাপদ তা প্রশ্নই থেকে যায়। তাই নিজের ডাটা সুরক্ষিত রাখতে এবং নিজের পরিচয় ও তথ্য গোপন রাখতে প্রিভাডো ভিপিএন এর বিকল্প নাই।
এ ছাড়া আপনি প্রতিমাসে সর্বচ্চ ১০ গিগাবাইট ডাটা প্রিভাডোর মাধ্যমে অ্যাক্সেস নিতে পারেন। প্রিভাডোর ফ্রি ভার্সনে ১০ গিগাবাইট ডাটা ইউজ লিমিটেড রয়েছে। চাইলেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নেয়া যায়, যেখানে সার্ভার বা ডাটা ইউজেস কোনটারই সিমাবদ্ধতা নেই। বিশ্বের প্রায় ৪৫ টি দেশে এর সার্ভার রয়েছে।
হটস্পট শিল্ড ভিপিএন হচ্ছে আর একটি নিরাপদ ভিপিএন
অ্যান্ড্রোয়েডের জন্য বিনামুল্যে ও নিরাপদ ভি পি এন গুলোর মধ্যে হটস্পট শিল্ড হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। হটস্পট ভি পি এন খুব সহজেই ব্যবহার করা যায়। আপনি চাইলেই হটস্পট ভিপিএন ব্যবহার করতে পারেন।কাননা নিরাপত্তার দিক দিয়ে হটস্পট ভিপিএন অনেক দৃঢ়। এটি কোন অনলাইন অ্যাক্টিভিটির রেকর্ড রাখে না।
হটস্পট ভি পি এন প্রদিন ৫০০ মেগাবাইট ডাটা ইউজের দারুন সুবিধা রয়েছে। বর্তমান বিশ্বে এই ভিপিএন সার্বিসের ৫০০ কোটির ও বেশি ব্যবহারকারী রয়েছে।হটস্পট শিল্ডের প্রায় ৮১ টি দেশে আঠারো শতাধিকের ও বেশি সার্ভার রয়েছে। এই ভি পি এন প্রতি সেকেন্ডে ২ মেগাবাইট এর স্পিড লিমিট আছে।
নিরাপত্তার দিক দিয়ে আপনি নিসন্দেহে হটস্পট ভিপিএন ব্যবহার করতে পারেন।অতিরিক্ত সুবিধার জন্য হটস্পট শিল্ডে টরেন্ট এবং নেটফ্লিক্সের অ্যাক্সেস ও মেলে। একটি ফ্রি ভিপিএন হিসেবে হটস্পট শিল্ড অবশ্যই শীর্সস্থানীয় পরিসেবা নিশ্চিত করে।
নিরাপত্তার দিক দিয়ে রেডমিন ভিপিএন ই সেরা
সার্ভিস ও নিরাপত্তার দিক দিয়ে রেডমিন ভিপিএন কে সেরা মনে করি। সবচেয়ে ভালো ভিপিএন গুলকে তালিকা ভুক্ত করতে গেলে আপনাকে রেডমিন ভিপিএন কে তালিকা ভুক্ত করতেই হবে। ইন্টারনেট সম্পর্কিত পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য এটি একটি উপযুক্ত ভিপিএন। এই ভিপিএন এর আকর্শণীয় বিষয় হলো ,এটি খুবই দ্রুত গতি সম্পুর্ন।
তাছাড়া রেডমিন ভি পি এন প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট পর্যন্ত স্পিডে কাজ করতে পারে। রেডমিন ভি পি এন আনলিমিটেড সার্ভিস দেয়ার আর একটি ফিচার রয়েছে। ফলে ব্যবসায়ি ও বিভিন্ন পেশার লোকদের জন্য ব্যবহার করা খুবই সুবিধাজনক। সম্পুর্ন ফ্রি সেবা দেয়ার জন্য রেডমিন ভি পি এন অনন্য।
রেডমিন ভি পি এন এর কোন প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অপশন নেই। আর সবচেয়ে বড় ব্যপার হলো ,রেডমিন ভি পি এন এর কোনো ফিচারই পেমেন্টের মাধ্যমে আনলক হয় না। তাই বলতে পারি ফ্রি ভি পি এন সার্ভিস গুলোর মধ্যে রেডমিন ভি পি এন পরিসেবাই হচ্ছে অন্যতম পরিষেবা।
অ্যাটলাস ভি পি এনই হচ্ছে ফ্রি সার্ভিসের মধ্যে অন্যতম
অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যে ও নিরাপদ সার্ভিস দিয়ে থাকে অ্যাটলাস ভি পি এন। এডিটরস ও রেটিং অনুযায়ী অ্যাটলাস ভি পি এন অন্যতম। কেননা এটিই একমাত্র ভি পি এন যার নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকা যায়। নিরাপত্তা দেয় তো অনেক ভি পি এন ই,তবে অ্যাটলাস ভি পি এন এর নিশ্চয়তার বিষয়টি অন্য পর্যায়ে নিয়ে গেছে।
সম্পুর্ন বিনামূল্যে ব্যবহার করার জন্য অ্যাটলাস ভি পি এনের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। ফ্রি ভার্সনের জন্য অ্যাটলাসের ক্ষেত্রে সবচেয়ে ভালো ফিচারটি হলো ট্র্যাকার ব্লকার এবং ডাটা ব্রিচ মনিটর। যখন কেউ কোন ওয়েন্সাইট ভিজিট করে, তখন বেশির ভাগ ওয়েবসাইটগুলোই ব্যবহারকারীদের ডাটা ট্রাক করে।
আরো পড়ুনঃকম্পোস্ট সার তৈরির উপায়
এই ট্র্যাকার ব্লকার এমন একটি টুল যা স্বয়ংক্রিয়ভাবে এই ট্র্যাকারগুলোকে ব্লক করে। যার ব্যবহারকারীর ডাটা নিরাপদ ও সুরক্ষিত থাকে। অ্যাাটলাস ভি পি এন টি প্রিমিয়াম সাবস্ক্রিপশনেও পাওয়া যায়। স্বল্প বাজেট নিয়ে নেয়ার ও বেশ সুবিধা রয়েছে, যেখানে সার্ভার বা ডটিউজেস, কোনটারই সীমাবদ্ধতা নেই।
কীভাবে ভিপিএন আপনাকে সাহায্য করতে পারে
আপনি যখন আপনার ডিভাইসকে ভিপিএন এর সাথে কানেক্ট করতে চান, তখন এটা অন্য একটা সার্ভারের সাথে যুক্ত হয় এবং ইন্টারনেটের সাথে আপমার যোগাযোগের রাস্তা তৈরী করে দেয়। ইন্টার সার্ভিস প্রোভাইডার আপনার উপস্থিতি বুঝতে পারলেও এর মধ্যে ঢুকতে পারে না। ফলে আপনি কোন সাইট ব্রাউস করছেন,কী ডেটা পাস করছেন তা আইপিএস জানতে পারবে না।
আপনার দেশে কোন সাইট যদি ব্লক করা থাকে,তবে আপনি ভিপিএন কানেক্ট করে আপনার ব্রাউস ওপেন করতে পারেন। এইসব ডেটা ভিপিএন ব্যবহারের সময় এনিস্ক্রিপ্টেড হয়ে যায়।
কী কী কাজে ভিপিএন ব্যবহার করা হয়
ভিডিও ও অডিও স্ট্রিমিং সাইটগুলোতে নিদিষ্ট দেশের জন্য স্পেসিফিক কন্টেন্টগুলো যে কোন দেশ থেকেই আপনি ভিপিএন এর মাধ্যমে ব্রাউজ করতে পারবেন। যেমন ধরুন আপনি স্পটিফাই সাইট থেকে বাংলাদেশে বসে গান শুনতে পারবেন না।
কিন্তু আপনি চাইলেই অন্য কোন দেশ থেকে যেখানে স্পিটিফাই এর সার্ভিস আছে সেসব দেশের আইপিযুক্ত সার্ভারে ভিপিএন কানেক্ট করে আপনি স্পিটিফাই সার্ভিস বাংলাদেশে বসে ব্যবহার করতে পারেন।
নিজের তথ্য নিরাপদ রাখতে
আপনি নিজের তথ্যগুলো নিরাপদ রাখতে ভিপিএন ব্যবহার করতে পারেন। আপনি যদি ফ্রি ওয়াই-ফাই হতস্পট ব্যবহার করেন, তাহলে আপনার ব্রাউজিং ডাটা অন্য কেউ ট্রেস করতে পারে যদি সে এসব বিষয়ে এক্সপার্ট হয়। এই ক্ষেত্রে আপনাকে বাচাতে পারে একমাত্র ভিপিএনই। আপনি ভিপিএন দিয়ে কানেক্ট দিলে শুধু একটি প্রাভেট নেটওয়ার্কই দেখাবে,এর ভীতরে যেসব ডেটা পাস হছে তার নাগাল পাবে না।
নিজের প্রকৃত লোকেশন গোপন করতে
নিজের প্রকৃত লোকেশন গোপন করতে ভিপিএন আপনাকে বিশেষ সুবিধা দিবে। বিভিন্ন ওয়েবসাইট এর ট্রাকিং থেকে বাচতে এবং আপনার প্রকৃত লোকেশন গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করতে ভিপিএন আপনাকে এই সুবিধা দিবে। এ ছাড়া আপনি হয়তো জানেন, চীনে সরকারীভাবে সব ওয়েবসাইট বন্ধ রাখা আছে। প্রয়োজন পড়লে চাইনিজরা ভিপিএন ব্যবহার করেই সেসব সাইট ব্রাউজ করে ইন্টারনেটের সাথে যুক্ত থাকে।
লেখকের শেষকথা
প্রিয় পাঠক, আমরা ভার্চুয়াল প্রায়ভেট নেটোয়ার্ক কে সংক্ষেপে ভিপিএন বলে থাকি। ইন্টারনেট ব্যবহারকারিদের কাছে ভিপিএন বিশেষ দরকারি। সমস্ত ইন্টারনেট জুড়েই হ্যাকারদের রমরমা। ভিপিএন শুদ্গুমাত্র ব্যবহারকারীদের বেনামি করে না বরং বেশ কিছু নিরাপত্তা ও দিয়ে থাকে।
এখন অনেক ভিপিএন সার্ভিস প্রদানকারী কোম্পানিপ্রিমিয়াম প্ল্যান দেয় যা অনেক খরচ সাপেক্ষ।তাই বেশির ভাগ ইউজারই খোজে ফ্রি ভিপিএন সার্ভিস। এখানে যে কয়টি ভিপিএন সার্ভিসের কথা বলা আছে সেগুলো সবথেকে ভালো ও ফ্রি ভিপিএন সার্ভিস।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url