Aboutus
নাহার ৩৩ সম্পর্কে জানুন;
নাহার ৩৩ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত ব্লগিং সেন্টার। নাহার ৩৩ ব্লগিং সেন্টারে বিভিন্ন বিষয়ে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করা হয়। তাছাড়া নাহাত ৩৩ ফ্রিল্যান্সিং জব ও টিউটোরিয়াল কোর্স সরবরাহ করে, আপনিও হয়ে উঠতে পারেন একজন দক্ষ ফ্রিল্যান্সার। উদ্যোক্তা হয়ে কাজ করে ফ্রিল্যান্সিং পেশাকে কিভাবে ব্যবসায়ী রূপ দেবেন তা নাহার ৩৩ থেকে জানুন।
নাহার ৩৩-র প্রতিষ্ঠাতা রাজেকুন নাহার;
আমি রাজেকুন নাহার একজন উদ্যোক্তা ডিজিটাল মার্কেটার এবং ব্লগার। আমি দিনাজপুর জেলার বিরামপুর থানা দুই নাম্বার কাটলা ইউনিয়ন এর বাসিন্দা। একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ১৯৮২ সালের ১লা অক্টোবরে জন্মগ্রহণ করে। আমি গ্রামের আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিজুল দারুল হুদা বহুমুখী স্নাতকোত্তর কামিল মাদ্রাসায় স্নাতক ডিগ্রি অর্জন করি। দীর্ঘ সময় সাংসারিক জীবনের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্য হিসেবে আমি নিয়োগ করেছি।
নাহার ৩৩-র ভবিষ্যৎ পরিকল্পনা;
নাহার ৩৩ এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আগে বলা হয়েছে। নাহার ৩৩ হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং বিশ্বস্ত ব্লগিং সেন্টার। সুতরাং বুঝতে পারছেন নাহার ৩৩ জগতের সকল কিছু নিয়ে কাজ করে থাকে। নাহার ৩৩ ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, ওয়েবসাইট তৈরি, গুগল এডসেন্স সহ আরও নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।
নাহার ৩৩ তে জবের অফার রয়েছে। আপনি চাইলে লেখালেখির কাজ করতে পরেন। আপনার ব্লগিং বিষয়ে নলেজ থাকলে মার্কেটিং কে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎকে আরো ব্রাইট করতে পারেন। নাহার ৩৩ এর একটি পরিকল্পনা রয়েছে যে যারা লেখালেখি করতে আগ্রহী তাদের জন্য রয়েছে জব অফার।
আপনারা সবাই নাহার ৩৩-র সাথে থাকবে এবং সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের মাধ্যমে প্রতিবছর প্রায় কয়েকশো ফ্রিল্যান্সার উদ্যোক্তা তৈরি হবে এবং দেশের হাল ধরবে। দেশের বেকারত্ব দূরীকরণে সহায়তা করবে। তাই আসুন আমরা সবাই ফ্রিল্যান্সিং শিখি এবং বেকারত্ব দূর করি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url